Top Songs By Sanjoy
Similar Songs
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Habib Wahid
Künstler:in
Muza
Künstler:in
Sanjoy Deb
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Sanjoy Deb
Songwriter:in
Muzahid Abdullah
Songwriter:in
Tahzeeb Badhon
Texte
Lyrics
থাইকো তুমি আমার হইয়া, মনের পিঞ্জিরায়
জলে আগুন জলে আমার, একলা দুনিয়া
কত না
একসাথে পথ চলা বাকি, স্বপ্নের সাথি
তুমি যে আমার
দিবানিশি
আসো তুমি আনমনে, খেয়ালে ভাসে কথা যে তোমার
থাইকো তুমি আমার হইয়া, মনের পিঞ্জিরায়
জলে আগুন জলে আমার, একলা দুনিয়া
থাইকো তুমি আমার হইয়া, মনের পিঞ্জিরায়
জলে আগুন জলে আমার, একলা দুনিয়া
পাহার নদী, সবই কাছে
ভালবাসার মেল বন্ধনে
তোমার সাথে সব সপ্ন ফেটে উঠে জীবনে
ঝিঝিতে ভরে যায় রাত
তোমার ছুয়ে গেছে হাত
মনে হয় যেন লেখা গাথা
আমাদের মনে গপন সব কথা
থাইকো তুমি আমার হইয়া, মনের পিঞ্জিরায়
জলে আগুন জলে আমার, একলা দুনিয়া
থাইকো তুমি আমার হইয়া, মনের পিঞ্জিরায়
জলে আগুন জলে আমার, একলা দুনিয়া
তুমি আমি ভালোবাসা, দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা, এক আকাশের তাঁরা
তুমি আমি ভালোবাসা, দুই প্রাণ এক দোলা
তুমি আমি ভালোবাসা, এক আকাশের তাঁরা
থাইকো তুমি আমার হইয়া, মনের পিঞ্জিরায়
জলে আগুন জলে আমার, একলা দুনিয়া
থাইকো তুমি আমার হইয়া, মনের পিঞ্জিরায়
জলে আগুন জলে আমার, একলা দুনিয়া
Writer(s): Muzahid Abdullah
Lyrics powered by www.musixmatch.com