Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
SHEZAN
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
SHEZAN
Texte
Lyrics
ডাক দিয়াছেন দয়াল আমারে
রইবোনা আর বেশি দিন তদের মাঝারে
হায়রে ডাক দিয়াছেন দয়াল আমারে
আমি দেখিলাম কতজন
শত জনের শত মন
যতক্ষণ থাকে দম
দেইখা যাবি শত রঙ
শতরঞ্জের এই খেলায় ডুইবা রইছে কতজন
এই পারে বসবাস
ঐপার যাইতে কতক্ষণ?
ভিতরের কথা কইয়া বেড়াই মওলা গানে
পাগলা ঠিকানা মাটির তলে অন্তর ঠিকই জানে
আমায় আটকায়া রাখবি কেডা?
মায়া মহের দানে!
হায়রে!
মন আমার হারায়া যায় তারেই আউলা টানে
মওলা জানে কত গুলায় চলার পথে শয়তান ভুলায়
ভবে আপন জনও পর হইয়া যায় স্বার্থ যখন ফুরায়
তোর মান ইজ্জত শান শওকত যাইবো কুন চূড়ায়?
এই মাটির দেহ মাটি হইয়া মিশা যাইবো ধুলায়
মানুষ চক্ষু থাকতেও দেখেনা
আসল নকল চিনেনা
মইরা গেলে কাইন্দা বেঁহুশ
বাইচা থাকতে গুণে না
দুঃখে নাইগা কেহ, সুখে ভাগ বয়াইতে ভুলে না
এই রঙের দুনিয়াতে দয়াল হিসাব আমার মিলে না তাই
ডাক দিয়াছে দয়াল আমারে
রইবনা আর বেশি দিন তদের মাঝারে
হায়রে ডাক দিয়াছে দয়াল আমারে
রইবনা আর বেশি দিন তদের মাঝারে
হায়রে ডাক দিয়াছে দয়াল আমারে
দয়াল আমারে
Lyrics powered by www.musixmatch.com