Top Songs By Arnab Dutta
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Arnab Dutta, Shreshtha Das
Leadgesang
KOMPOSITION UND LIEDTEXT
Arnab Dutta, Shreshtha Das
Songwriter:in
Lyrics
হে রঙ্গে রঙ্গে রাঙ্গিয়ে জীবন
সাজাবো তোকে যতনে
হে মনে মনে মিশে যাবে
সাঁতরে সাত জনম সায়রে
হো তোর পরে ছেড়ে দেবো
রাজার মহল বানাবো
সুখে দুখে গড়ে নেওয়া
শান্তি মহল
যেথা চিরকাল বসন্ত বিরাজে
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা
আমি বারবার ফিরে আসবো নিজেতে
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা
আমি বারবার ফিরে আসবো নিজেতে
আমি বারবার ফিরে আসবো নিজেতে
নাই যদি পাই মনিমালা
যদি থাকে কাটা জ্বালা
তবুও তো তোর হয়ে থাকি
মন মাধুরী মিশিয়ে
রচনা করেছি সুরে
তুই শুক আমি তোর সারি
সাঁঝের গগনও মাঝে
করুন সুরেতে বাজে
আমি চোখের জলে
তোর দুঃখ ভোলাবো
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা
আমি বারবার ফিরে আসবো নিজেতে
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা
আমি বারবার ফিরে আসবো নিজেতে
আমি বারবার ফিরে আসবো নিজেতে
সব প্রশ্নর থেকে তারি
আমি উত্তর হতে পারি
পাই ডাক যদি আমার নাম ধরে
চলব সেই পথের সাথে
যেথা মন পড়ে থাকে
ফেলে থাকতে পারব না কোনো মতে
তুমি হাতটা ছুঁয়ো
সব সত্যি কোরো
আর রঙে রঙে রাঙিয়ে দিয়ো জীবন
এ কোন বিশ্বাসে আঁখি
দুজনে দুজনে ঢাকি
প্রাণ-সুধা দিয়ে জীবন-বিষ ভোলাব
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা
আমি বারবার ফিরে আসবো নিজেতে
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা
আমি বারবার ফিরে আসবো নিজেতে
তুই আমার হয়ে যা
খুব নিজের হয়ে যা
আমি বারবার ফিরে আসবো নিজেতে
আমি বারবার ফিরে আসবো নিজেতে
Lyrics powered by www.musixmatch.com