Lyrics

হে রঙ্গে রঙ্গে রাঙ্গিয়ে জীবন সাজাবো তোকে যতনে হে মনে মনে মিশে যাবে সাঁতরে সাত জনম সায়রে হো তোর পরে ছেড়ে দেবো রাজার মহল বানাবো সুখে দুখে গড়ে নেওয়া শান্তি মহল যেথা চিরকাল বসন্ত বিরাজে তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসবো নিজেতে তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসবো নিজেতে আমি বারবার ফিরে আসবো নিজেতে নাই যদি পাই মনিমালা যদি থাকে কাটা জ্বালা তবুও তো তোর হয়ে থাকি মন মাধুরী মিশিয়ে রচনা করেছি সুরে তুই শুক আমি তোর সারি সাঁঝের গগনও মাঝে করুন সুরেতে বাজে আমি চোখের জলে তোর দুঃখ ভোলাবো তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসবো নিজেতে তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসবো নিজেতে আমি বারবার ফিরে আসবো নিজেতে সব প্রশ্নর থেকে তারি আমি উত্তর হতে পারি পাই ডাক যদি আমার নাম ধরে চলব সেই পথের সাথে যেথা মন পড়ে থাকে ফেলে থাকতে পারব না কোনো মতে তুমি হাতটা ছুঁয়ো সব সত্যি কোরো আর রঙে রঙে রাঙিয়ে দিয়ো জীবন এ কোন বিশ্বাসে আঁখি দুজনে দুজনে ঢাকি প্রাণ-সুধা দিয়ে জীবন-বিষ ভোলাব তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসবো নিজেতে তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসবো নিজেতে তুই আমার হয়ে যা খুব নিজের হয়ে যা আমি বারবার ফিরে আসবো নিজেতে আমি বারবার ফিরে আসবো নিজেতে
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out