Top Songs By Sammam
Credits
KOMPOSITION UND LIEDTEXT
Sajid Sarker
Songwriter:in
Umme Kulsum
Songwriter:in
Lyrics
সে যদি চলে যায়, তাকে ডেকো না
পিছু ডেকো না, তাকে যেতে দাও
সে যদি ভুলে যায়, কিছু মনে করোনা
ভুলে যেতে দাও, তাকে যেতে দাও
এই তো জীবন
এমন তো কথা দেওয়া ছিলনা
সে থাকবে পাশে আজীবন
এই তো জীবন
এমন তো কথা দেওয়া ছিলনা
একই পথে হাটবো আজীবন
প্রেম সে তো নয় মৃত কোন আঙিনা
সে তো ভরা পূর্ণিমার জ্যোৎস্না
মেঘের পালকে যদি ভেসে যায়
ডেকো না, তাকে ছেড়ে দাও
এই তো জীবন
এমন তো কথা দেওয়া ছিলনা
সে থাকবে পাশে আজীবন
এই তো জীবন
এমন তো কথা দেওয়া ছিলনা
একই পথে হাটবো আজীবন
দূরে গেলে হয়না প্রেমের অবসান
ভালোবাসা নয় তো কোন প্রহসন
অভিযোগ দিয়ে দূরে ঠেলে দিও না
ক্ষমা করে দাও, তাকে যেতে দাও
এই তো জীবন,
এমন তো কথা দেওয়া ছিলনা
সে থাকবে পাশে আজীবন
এই তো জীবন,
এমন তো কথা দেওয়া ছিলনা
একই পথে হাটবো আজীবন
Written by: Sajid Sarker, Umme Kulsum