Top Songs By Raj Burman ,Trissha Chatterjee
Similar Songs
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Raj Burman ,Trissha Chatterjee
Künstler:in
Amlaan
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Prasen
Texte
PRODUKTION UND TECHNIK
SVF
Produzent:in
Lyrics
ওরে পোড়া মন,
ওরে পোড়া মন
পুড়ে পুড়ে যায় যখন তখন।
ওরে পোড়া মন,
ওরে পোড়া মন
জ্বলে পুড়ে ছাই নিজের মতন।
তোকে ছাড়া চলে না,
রাতে রাত ঢলে না,
কোনো কথা বলে না এ মন।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
মন রে, মন রে,
মন রে, মন রে,
মন রে, মন রে,
মন রে, মন রে,
সে রোদের আসমানী নীলে,
বেসামাল তুমিও তো ছিলে।
সে রোদের আসমানী নীলে,
বেসামাল তুমিও তো ছিলে।
তোকে ছাড়া চলে না,
রাতে রাত ঢলে না,
কোনো কথা বলে না এ মন।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার মাঝে কুল নাই রে।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার মাঝে কুল নাই রে।
সে ঘুমের অতল গভীরে,
আমি চাই তুমি এসো ফিরে ফিরে।
সে ঘুমের অতল গভীরে,
আমি চাই তুমি এসো ফিরে ফিরে।
ও. তোকে ছাড়া চলে না,
রাতে রাত ঢলে না
কোনো কথা বলে না এ মন।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
আমায় ডুবাইলি রে
আমায় ভাসাইলি রে
অকুল দরিয়ার বুঝি কুল নাই রে।
মন রে, মন রে
মন রে, মন রে
মন রে,মন রে
মন রে, মন রে...।
Writer(s): Prasen, Amlaan
Lyrics powered by www.musixmatch.com