Lyrics

যেন সব মিশে গেছে বয়সের কবরে প্রিয় প্রেমের মৃত্যু মরুর বালুচরে মুখ ফিরিয়ে নেয় আমার সময় আমি স্তব্ধ তোমার জমাট অভিমানে বিষাদ ছুঁয়ে যায় ভুল সে কুজনে আকাশের মেঘ ভীষণ ধূসর যেন সব মিশে গেছে বয়সের কবরে প্রিয় প্রেমের মৃত্যু মরুর বালুচরে মুখ ফিরিয়ে নেয় আমার সময় আমি স্তব্ধ তোমার জমাট অভিমানে বিষাদ ছুঁয়ে যায় ভুল সে কুজনে আকাশের মেঘ ভীষণ ধূসর তুমি দেবতা খুঁজো সামাজিক ভিড়ে ভুলে হৃদয়ের সুখ আমি চাই বাধা নিয়ম ভেঙে-চুরে আবার জন্ম হোক তুমি দেবতা খুঁজো সামাজিক ভিড়ে ভুলে হৃদয়ের সুখ আমি চাই বাধা নিয়ম ভেঙে-চুরে আবার জন্ম হোক আমি আজও জাগি সুরে নিস্তব্ধ প্রলয় ভোরে দেখি তোমার স্বপ্নে ফোটে কৃষ্ণচূড়া দেখি আলোর অগোচরে মুখোশের গভীরে বেঁচে আছে সব আদিম ইচ্ছেরা বেঁচে আছে সব আদিম ইচ্ছেরা তাই মাঝে মাঝে পথের বাঁকে মেঘেরা ভীষণ ঘোলাটে মাঝে মাঝে মনে হয় কবিতায় সব সময় থমকে আছে তাই সব ফেলে রেখে তাকিয়ে থাকি কোনো সূর্যের অপেক্ষায় জানি আঁধারের রাত মিলিয়ে আসবে আমারই প্রভাত আমি আজও জাগি সুরে নিস্তব্ধ প্রলয় ভোরে দেখি তোমার স্বপ্নে ফোটে কৃষ্ণচূড়া দেখি আলোর অগোচরে মুখোশের গভীরে বেঁচে আছে সব আদিম ইচ্ছেরা বেঁচে আছে সব আদিম ইচ্ছেরা যেন সব মিশে গেছে বয়সের কবরে প্রিয় প্রেমের মৃত্যু মরুর বালুচরে মুখ ফিরিয়ে নেয় আমার সময় আমি স্তব্ধ তোমার জমাট অভিমানে বিষাদ ছুঁয়ে যায় ভুল সে কুজনে আকাশের মেঘ ভীষণ ধূসর আকাশের মেঘ ভীষণ ধূসর আকাশের মেঘ ভীষণ ধূসর আকাশের মেঘ ভীষণ ধূসর (আকাশের মেঘ ভীষণ ধূসর)
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out