Similar Songs
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Jahidul Bappa
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Jahidul Bappa
Komponist:in
Himaloy Chakroborty 'Himu'
Komponist:in
Rafi Omar 'Shamrat'
Komponist:in
Lyrics
যেন সব মিশে গেছে বয়সের কবরে
প্রিয় প্রেমের মৃত্যু মরুর বালুচরে
মুখ ফিরিয়ে নেয় আমার সময়
আমি স্তব্ধ তোমার জমাট অভিমানে
বিষাদ ছুঁয়ে যায় ভুল সে কুজনে
আকাশের মেঘ ভীষণ ধূসর
যেন সব মিশে গেছে বয়সের কবরে
প্রিয় প্রেমের মৃত্যু মরুর বালুচরে
মুখ ফিরিয়ে নেয় আমার সময়
আমি স্তব্ধ তোমার জমাট অভিমানে
বিষাদ ছুঁয়ে যায় ভুল সে কুজনে
আকাশের মেঘ ভীষণ ধূসর
তুমি দেবতা খুঁজো সামাজিক ভিড়ে
ভুলে হৃদয়ের সুখ
আমি চাই বাধা নিয়ম ভেঙে-চুরে
আবার জন্ম হোক
তুমি দেবতা খুঁজো সামাজিক ভিড়ে
ভুলে হৃদয়ের সুখ
আমি চাই বাধা নিয়ম ভেঙে-চুরে
আবার জন্ম হোক
আমি আজও জাগি সুরে
নিস্তব্ধ প্রলয় ভোরে
দেখি তোমার স্বপ্নে ফোটে
কৃষ্ণচূড়া
দেখি আলোর অগোচরে মুখোশের গভীরে
বেঁচে আছে সব আদিম ইচ্ছেরা
বেঁচে আছে সব আদিম ইচ্ছেরা
তাই মাঝে মাঝে পথের বাঁকে
মেঘেরা ভীষণ ঘোলাটে
মাঝে মাঝে মনে হয়
কবিতায় সব সময় থমকে আছে
তাই সব ফেলে রেখে
তাকিয়ে থাকি কোনো সূর্যের অপেক্ষায়
জানি আঁধারের রাত মিলিয়ে আসবে
আমারই প্রভাত
আমি আজও জাগি সুরে
নিস্তব্ধ প্রলয় ভোরে
দেখি তোমার স্বপ্নে ফোটে
কৃষ্ণচূড়া
দেখি আলোর অগোচরে মুখোশের গভীরে
বেঁচে আছে সব আদিম ইচ্ছেরা
বেঁচে আছে সব আদিম ইচ্ছেরা
যেন সব মিশে গেছে বয়সের কবরে
প্রিয় প্রেমের মৃত্যু মরুর বালুচরে
মুখ ফিরিয়ে নেয় আমার সময়
আমি স্তব্ধ তোমার জমাট অভিমানে
বিষাদ ছুঁয়ে যায় ভুল সে কুজনে
আকাশের মেঘ ভীষণ ধূসর
আকাশের মেঘ ভীষণ ধূসর
আকাশের মেঘ ভীষণ ধূসর
আকাশের মেঘ ভীষণ ধূসর
(আকাশের মেঘ ভীষণ ধূসর)
Lyrics powered by www.musixmatch.com