Top Songs By Andrew Kishore
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Andrew Kishore
Künstler:in
Kanak Chapa
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Ahmed Imtiaz Bulbul
Songwriter:in
Lyrics
শিল্পীঃ এন্ড্রু কিশোর ও কনকচাঁপা
গীতিকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
সুরকারঃ আহমেদ ইমতিয়াজ বুলবুল
ছায়াছবিঃ তোমাকে চাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাঁধনহারা মনটা আমার
শাসন-বারণ মানে না
তোমারই প্রেমে পাগল পরাণ
আর কিছু তো জানে না
চোখের স্বপন তুমি
বুকের কাঁপন তুমি
কতো আপন তুমি
জানা নাই, নাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
সারাটি জীবন, ছায়ার মতন
আমার পাশে থাকো না
বুকের ঘরে, যতন করে
আমাকে তুমি রাখো না
আমার জীবন তুমি
আমার মরণ তুমি
কতো আপন তুমি
জানা নাই, নাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
আর কিছু জীবনে পাই বা না পাই
আর কিছু জীবনে পাই বা না পাই
বাই ঃ জিহাদ
Lyrics powered by www.musixmatch.com