Top Songs By Shawon Gaanwala
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
Shawon Gaanwala
Künstler:in
Zooel Morshed
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Shawon Gaanwala
Songwriter:in
Zooel Morshed
Komponist:in
Lyrics
রাস্তার মোড়ে দাঁড়াইলে দেখি যে তোমায়
মাঝে মাঝে দাঁড়াও পাশের বাড়ির জানালায়
আরে, রাস্তার মোড়ে দাঁড়াইলে দেখি যে তোমায়
মাঝে মাঝে দাঁড়াও পাশের বাড়ির জানালায়
আরে, এলোমেলো চুল, পরিয়া নাকফুল
এলোমেলো চুল, পরিয়া নাকফুল
হাসি দেখলে প্রাণটা আমার যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
মাঝে মাঝে খোঁপা কইরা লাগাও গোলাপ ফুল
মাঝে মাঝে বেণি কইরা কানে পরো দুল
মাঝে মাঝে খোঁপা কইরা লাগাও গোলাপ ফুল
মাঝে মাঝে বেণি কইরা কানে পরো দুল
শাড়ি পরিয়া কোমর দুলাইয়া
ও, তুমি শাড়ি পরিয়া কোমর দুলাইয়া
হাঁইটা গেলে প্রাণটা আমার যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তার ছিঁড়া যায়
তার ছিঁড়া যায়
রাজস্থানি সালোয়ারে লাগে মাধুরী
Emotion-এ যেন তুমি বাংলার কবরী
রাজস্থানি সালোয়ারে লাগে মাধুরী
Emotion-এ যেন তুমি বাংলার কবরী
পাড়ার পোলাপাইন দোস্তরা বলে
পাড়ার পোলাপাইন দোস্তরা বলে
আরে দেখো মামা, ঐশ্বরিয়া যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তোমায় দেখলে আমার মাথার তার ছিঁড়া যায়
তার ছিঁড়া যায়
Written by: Shawon Gaanwala, Zooel Morshed