Top Songs By A.S.I.F
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
A.S.I.F
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Rajesh
Komponist:in
Pradip Shaha
Songwriter:in
Lyrics
যতটা কষ্ট তুমি দিয়েছ আমাকে
যতটা অশ্রু তুমি ঝড়ালে এ চোখে
কষ্ট পাবে তুমি তারো বেশি জীবনে
কাদবে একা একা লুকিয়ে গোপনে
ভেবনা থাকবে সুখে
মনে আশা ছিল ভালবাসা ছিল
তুমি কেন ভেঙে দিলে
ছলনারই ছলে
কষ্ট পাবে তুমি তারো বেশি জীবনে
কাদবে একা একা লুকিয়ে গোপনে
ভেবনা থাকবে সুখে
কথা দিয়ে ছিলে
যাবেনাতো চলে
তবু কেন চলে গেলে
সে কথা যাওনি বলে
কষ্ট পাবে তুমি তারো বেশি জীবনে
কাদবে একা একা লুকিয়ে গোপনে
ভেবনা থাকবে সুখে
Lyrics powered by www.musixmatch.com