Top Songs By A.S.I.F
Credits
AUSFÜHRENDE KÜNSTLER:INNEN
A.S.I.F
Künstler:in
KOMPOSITION UND LIEDTEXT
Pritom
Songwriter:in
Lyrics
হুঁ এ হে হে
আ হা হা
আ হা হা
শিল্পীঃ আসিফ
অ্যালবামঃ তুমিই মনে রাখোনি
শুধু তোমার কারণে
শুন্য নিথর এই হৃদয় আমার
শুধু তোমার কারণে
সাজানো জীবনে শুরু হলো হাহাকার
জেগে থাকা চাঁদ
আর ঐ রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবন
তুলেছে তুফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু
শুধু তোমার কারণে
শুন্য নিথর এই হৃদয় আমার
শুধু তোমার কারণে
সাজানো জীবনে শুরু হলো হাহাকার
জেগে থাকা চাঁদ
আর ঐ রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবন
তুলেছে তুফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু
এ
কখনো ভাবিনি তুমি এতোটা কাঁদাবে
এতোটাই হয়ে যাবে পর
নিপুণ অভিনয়ে নিজেরি হাতে
ভেঙেছো এই অন্তর
ও কখনো ভাবিনি তুমি এতোটা কাঁদাবে
এতোটাই হয়ে যাবে পর
নিপুণ অভিনয়ে নিজেরি হাতে
ভেঙেছো এই অন্তর
তবু তোমাকে ভুলে যাওয়া হয়না আমার
জেগে থাকা চাঁদ
আর ঐ রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবন
তুলেছে তুফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু
এখনো বুঝিনি তুমি কিসের আশায়
বদলে গেলে এতোটাই
কষ্টের সবটুকু আমাকে দিয়ে
কি সুখ খুঁজেছো বৃথাই
ও এখনো বুঝিনি তুমি কিসের আশায়
বদলে গেলে এতোটাই
কষ্টের সবটুকু আমাকে দিয়ে
কি সুখ খুঁজেছো বৃথাই
তবু তোমার কথাই মনে পড়ে বারবার
জেগে থাকা চাঁদ
আর ঐ রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবন
তুলেছে তুফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু
শুধু তোমার কারণে
শুন্য নিথর এই হৃদয় আমার
শুধু তোমার কারণে
সাজানো জীবনে শুরু হলো হাহাকার
জেগে থাকা চাঁদ
আর ঐ রাত
দেখেছে আমার অশ্রু শুধু
বিরহী প্লাবন
তুলেছে তুফান
ভিজেছে আমার দৃষ্টি শুধু
এ
আ আ আ
(প্রহেলিকা)
Lyrics powered by www.musixmatch.com